মংলামাড়োতে মোবাইল দোকান চুরিতে গ্রেফতার কলকাতার দুই যুবক।
মোবাইল দোকান চুরির ঘটনায় পুলিশ খিদিরপুর থেকে আরো দুজনকে গ্রেফতার করলো। ধৃত নির্মল সাহা ও রাহুল সাউর বাড়ি কলকাতায় খিদিরপুরে। কয়েক দিন আগে মংলামাড়োতে একটি মোবাইল ফোন চুরির অভিযোগে আসে। সেই ঘটনায় পুলিশ আগেই নন্দকুমারের একজনকে গ্রেফতার করেছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই দুই যুবকের হদিশ পায়। ধৃত দুই যুবককে রবিবার কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
Comments
Post a Comment