বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।

দোলের দিনে ডিজে সাউন্ড কেনার জন্য বাবার কাছে টাকার বায়না করেছিল তিন কিশোর।টাকা না দিয়ে বকাঝকা করায় রাগে তিন কিশোর বাড়ি থেকে পালিয়ে যায়। নিখোঁজ তিন কিশোরকে রবিবার কেশিয়াড়ির এক আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার করলো পুলিশ। পটাশপুরে পুষা গ্রামের বারো ও চোদ্দ বছরের তিন কিশোর শুক্রবার দোলের দিনে আনন্দ করতে ডিজে কিনতে টাকার বায়না করেছিল অভিভাবকদের কাছে। টাকা না দেওয়ায় তিন কিশোর পরিকল্পনা করে শুক্রবার দুপুর থেকে কনকপুর বাসস্টপ থেকে বাসে করে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। শুক্রবার দুপুর থেকে সারারাত পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিল। পকেটে পয়সা শেষ হয়ে যাওয়ার পেটের খিদের জ্বালায় শনিবার দুপুরে কেশিয়াড়িতে এক কিশোর তার আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠে। আত্মীয়দের মারফত খবর পেয়ে রবিবার সকালে পুলিশ নিখোঁজ তিন কিশোরকে উদ্ধার করে। 

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।