এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।
এগরার কৌড়দার বাসিন্দা তপন কুমার মহাপাত্রের ছেলে অনির্বান ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজে এমবিবিএস পড়তে গিয়েছিলেন। সেই কলেজে পড়াল সূত্রে আলাপ হয় ওপার বাংলার মাগুরা জেলার দ্বারিয়াপুরের বাসিন্দা রতন কুমার ঘোষের মেয়ে চিকিৎসক সঞ্চিতা ঘোষের সঙ্গে। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয়। পরবর্তীতে প্রেম গড়ায় বিয়ের আসরে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে তাদের দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আসর বসে। দুই পরিবার নবদম্পতিকে নিয়ে ওপার বাংলা সীমান্ত পেরিয়ে ভারত আসেন। শুক্রবার দুপুরে কাঁথির নাচিন্দা মন্দিরে রীতি মেনে সিদুরদান থেকে শুভদৃষ্টি হয়। রাতে এগরার কৌড়দার মহাপাত্র বাড়িতে দুই বাংলার নতুন আত্মীয়দের শুভাগমন ঘটে। বরন ডালা নিয়ে বাংলাদেশের কন্যা তথা নববধূকে বরণ করে নেয় মহাপাত্র পরিবার। ভাষা দিবসে ওপার বাংলার অস্থির পরিবেশে সম্প্রীতর বার্তা দিলেন অনির্বান ও সঞ্চিতা। বাংলাদের মেয়ে এদেশের নববধূকে দেখতে ভিড় করেন এলাকার মানুষ।
Comments
Post a Comment