ট্রান্সফর্মার সরঞ্জাম চুরি
ট্রান্সফর্মার আইসোলেটার ও তার চুরির অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করলো। ধৃত স্বপন দাসের বাড়ি খাড় কল্যানপুরে। রবিবার কল্যানপুরের গ্রামীন বিদ্যুত সংযোগের ট্রান্সফর্মার আইসোলেটার সহ তার চুরি হয়। সেই ঘটনায় পটাশপুর-২ বিদ্যুত গ্রাহক স্টেশন ম্যানেজার সোমবার থানায় অভিযোগ করে। সেই ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।
Comments
Post a Comment