শহরে পথের ব্যথা
এগরা- কয়েক মিনিটের বৃষ্টিতে পুরসভার রাস্তায় উঠে এসেছে নিকাশিনালার জল। নোংরা জল পেরিয়ে রাস্তায় চলাচলে সমস্যায় পড়েছেন পুরনাগরিকেরা। তৃণমূল পরিচালিত পুরসভার অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ থেকে বিরোধীরা। নিকাশি ও রাস্তা মেরামতির জন্য পর্যাপ্ত টাকা নেই সাফ জবাব পুরপ্রধানের।
এগরা পুরসভার চোদ্দটি ওয়ার্ডের স্থায়ী নিকাশি ব্যবস্থা কোন কালেই ভালো ছিলনা। তৃণমূলের ক্ষমতাকালে এগরা পুরসভার নিকাশি সমস্যা আরো খারাপ হয়েছে বলে দাবী পুরবাসীর। সবচেয়ে বেশি নিকাশি সমস্যা রয়েছে ৫, ১৩ নম্বর ওয়ার্ডে। পাঁচ নম্বর ওয়ার্ডে বেশকিছু এলাকায় নিকাশিনালা তৈরী হলেও সেই জল শহর থেকে বেরকরানোর পর্যায়ে ব্যবস্থা নেই। বৃষ্টি হলেই সেই জল শহরের রাস্তাঘাট ভাসিয়ে দেয়। পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে নিকাশি ও রাস্তার বেহাল অবস্থা। বুধবার থেকে কয়েক দফায় বৃষ্টি হয়েছে গোটা জেলা সহ এগরাতে। সেই বৃষ্টিতে বেহাল নিকাশির জল রাস্তায় উঠে এসেছে। রাস্তায় জমা জলে পেরিয়ে চলাচল করে হচ্ছে এলাকায় বাসিন্দা থেকে স্কুলের ছাত্র ছাত্রীদের। শুধু পুরসভার বাসিন্দারা এই ভোগান্তিতে এমনটা নয়। এই রাস্তা দিয়ে কসবাএগরা গ্রামপঞ্চায়েতে মহাবিশ্রা এরেন্দা এলাকার মানুষেরা যাতায়াত করেন। একে ভাঙা রাস্তা তার উপর দোসর হয়েছে জমাজল। অবিলম্বে বেহাল নিকাশির সমস্যা সমাধানের দাবী জানালেন স্থানীয়রা। এগরা শহরের উপর নিকাশিনালা নিয়মিত পরিস্কার হলেও শহরের ভিতরের নিকাশি নালা সেই অর্থে পরিস্কার করা হয়না বলে দাবী। নিকাশি নালা ভরাট হয়ে যাওয়ার অল্প বৃষ্টিতে এই জমা জলের বিপত্তি হয়ে বলে দাবী। পাড়ায় সমাধান প্রকল্পে বেশ কয়েকটি রাস্তা ও নিকাশিনালা মেরামতি সহ নতুন তৈরী হয়েছিল। সম্পূর্ণ নিকাশি নালা না থাকায় পুরনো নিকাশি নালায় জলে জমছে। বর্ষাকালে এই নিকাশিনালা ভোগান্তি চরমে ওঠে। নিকাশির জল কোথায় ঘরের মধ্যে ঢুকে পড়ে। এগরা শহরের আশেপাশের কোন খাল ও নদী না থাকায় শহরের নিকাশি নালার জল বের করা সবচেয়ে বড়ো সমস্যা। এই সমস্যার আদৌকি কোন সমাধান আছে পুরসভার কাছে। ফলে অল্প কিংবা ভারী বৃষ্টি হলেই জমাজলে ভোগান্তি পোহাতে হবে পুরবাসীকে। টাকা বরাদ্দ হলে নিকাশি সুরাহার দাবী পুরসভার। তৃণমূলের পুরসভা কোন কাজ করছে না সুর চড়িয়েছে বিরোধীরা।
এগরার পুরপ্রধান স্বপন নায়ক বলেন 'পুরসভার নিকাশি ও রাস্তা কাজের জন্য পর্যাপ্ত টাকা নেই। তার মধ্যেই কিছু নিকাশিনালা তৈরী ও রাস্তা মেরামতির কাজ করা হচ্ছে। ধাপে ধাপে কাজ করে এই নিকাশিনালা সমস্যা সুরাহা করা হবে'।
Comments
Post a Comment