গ্রুপ-ডি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা। গ্রেফতার অমর্ষির যুবক
চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে পুলিশ সৌরভ মিশ্র ওরফে বাচ্চু নামে এক যুবককে কলকাতা থেকে গ্রেফতার করলো। ধৃতের বাড়ি পটাশপুরের অমর্ষিকসবা এলাকায়। গত ২০২১ সালে পটাশপুর মকরামপুর গ্রামের যুবক শক্তিপদ মিশ্র গ্রুপ-ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার জন্য তার পরিচিত সৌরভকে কয়েক লক্ষ টাকা দিয়েছিল বলে দাবী। সেই ঘটনার পরেই সৌরভ আর চাকরি করে দেয়নি। টাকা ও ফেরত দেননি। পরবর্তীতে টাকা না দিয়ে সৌরভ বাড়ি ছেড়ে কলকাতায় গা ঢাকা দিয়েছিল। গত মার্চ মাসে সৌরভের বিরুদ্ধে পটাশপুর থানায় অভিযোগ করেন চাকরিপ্রার্থী শক্তিপদ। সেই ঘটনায় সোমবার রাতে পুলিশ কলকাতা থেকে সৌরভকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
Comments
Post a Comment