ভেজাল মধু বিক্রি! পুলিশের হাতে আটক দুই যুবক
পটাশপুর- ভেজাল মধু বিক্রির অভিযোগে পুলিশ দুই যুবককে আটক করলো। সোমবার পাঁচুড়িয়া এলাকায় দুই বাঞ্জারা যুবক মধুর সঙ্গে ভেজাল হিসেবে চিনি রস মিশিয়ে বিক্রি করছিল বলে দাবী। এলাকার মানুষ এই ঘটনা জানতে পেরে গ্রামে দুই যুবককে ঘিরে রাখে। পটাশপুর থানার পুলিশ দুই যুবককে উদ্ধার করে আটক করেছে।
Comments
Post a Comment