ভেজাল মধু বিক্রি! পুলিশের হাতে আটক দুই যুবক

পটাশপুর- ভেজাল মধু বিক্রির অভিযোগে পুলিশ দুই যুবককে আটক করলো। সোমবার পাঁচুড়িয়া এলাকায় দুই বাঞ্জারা যুবক মধুর সঙ্গে ভেজাল হিসেবে চিনি রস মিশিয়ে বিক্রি করছিল বলে দাবী। এলাকার মানুষ এই ঘটনা জানতে পেরে গ্রামে দুই যুবককে ঘিরে রাখে। পটাশপুর থানার পুলিশ দুই যুবককে উদ্ধার করে আটক করেছে।      

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।