মাধ্যমিক পরীক্ষার্থীর হারানো অ্যডমিট কার্ড খুঁজে দিল পুলিশ
- পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে অ্যডমিট কার্ড হারিয়ে ফেলেছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। হারানো অ্যডমিট কার্ড খুঁজে পরীক্ষার্থীর বাড়িতে পৌঁছে দিল পুলিশ। পটাশপুরের চক্রশূল হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী অর্ঘ্য দাস পানিয়া সারদাবাড় হাইস্কুলে সোমবার পরীক্ষা কেন্দ্র পড়েছিল। পরীক্ষা শেষে বাইকে বাড়ি ফিরছিল। সেই সময় অ্যডমিট কার্ডটি রাস্তায় হারিয়ে যায়। পটাশপুর থানার এক সিভিক ভলান্টিয়ার অ্যডমিট কার্ডটি খুঁজে পেয়ে ছাত্রের বাড়িতে পৌঁছে দেয়। হারানো অ্যডমিট কার্ডটি হাতে পেয়ে খুশি পরীক্ষার্থী।
Comments
Post a Comment