জলনিকাশি তৈরী নিয়ে কৃষকদের বিক্ষোভ
- Get link
- X
- Other Apps
জল নিকাশি তৈরীতে ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পটাশপুরে বড়কমড়দা গ্রামে মাঠের জলনিকাশি তৈরীর কাজ চলছিল। অভিযোগ কয়েকশ বিঘার জমির জলনিকাশি হলেও সরু নালার মতো করে তৈরী করা হচ্ছিল। শনিবার দুপুরে গ্রামবাসীরা আরো প্রশস্ত করে জলনিকাশি তৈরীর দাবী করেন। দাবী মতো জলনিকাশি তৈরী না হওয়ায় গ্রামবাসীরা ঠিকাদারেরা সামনে বিক্ষোভ দেখায়। বাধ্য হয়ে কাজ করে দেয় ঠিকাদার। ক্ষিপ্ত গ্রামবাসীরা ঠিকাদারের ঢালাই মেশিন আটকে রাখার চেষ্টা করে।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment