শিক্ষকের মারে অসুস্থ ১৫ জন ছাত্র ছাত্রী ভর্তি হাসপাতালে। স্কুলে বিক্ষোভ ভাঙচুর
এগরা- শ্রেনী কক্ষের মধ্যে ইতিহাসের শিক্ষকের এলোপাথাড়ি লাঠির আঘাতে আহত হলো ১৫ জন ছাত্রী সহ মোট সতেরো জন পড়ুয়া। আহত ছাত্র ছাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষুব্ধ অভিভাবকেরা সন্ধ্যা পর্যন্ত স্কুলের স্টাফ রুমে তালা বন্ধ করে শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটতে হয়েছে মহকুমা শাসক থেকে পুলিশ আধিকারিকদের।
এগরার অস্তিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠে বৃহস্পতিবার অষ্টম শ্রেনীর তৃতীয় ক্লাসে নিয়েছিলেন ইতিহাসের শিক্ষক । ওই শিক্ষকের বাড়ি কাঁথিতে। অভিযোগ ছাত্র ছাত্রীরা পড়া না পারায় বেশ শ্রেনী কক্ষের মধ্যে ১৫ জন ছাত্রী সহ দুজন ছাত্রকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। শিক্ষকের এলো পাথাড়ি মারধরে হাতে ও পায়ে একাধিক জায়গায় রক্তপাতের মতো পরিস্থিতি তৈরী হয়। টিফিনের পরে অন্য এক শিক্ষক শ্রেনী কক্ষে পড়াতে এলেই এই বিষয়টি জানতে পারেন। আহত ছাত্র ছাত্রীরা বেঞ্চে শুয়ে পড়ে কাতরাচ্ছিল। প্রধান শিক্ষক সহ অনান্য সহকারী শিক্ষকেরা এসে আহত ছাত্র ও ছাত্রীদের অফিস ঘরে নিয়ে যায়। স্থানীয় ওষুধের দোকান থেকে ব্যাথা নাশক স্প্রে ও মলম আঘাতপ্রাপ্ত স্থানে লাগিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়। ঘন্টা খানেক পরেই একে একে ছাত্র ছাত্রীরা আরো অসুস্থ হয়ে পড়লে অটো ও টোটোয় করে তাদের স্থানীয় গঙ্গাধরবাড় গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে প্রধান শিক্ষক বিবেকানন্দ জানার উপস্থিতিতে চিকিৎসা চলছে। আহত ছাত্র ও ছাত্রীরা আপাতত স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানিয়েছে। চিকিৎসক বলেন 'ছাত্র ছাত্রীদের হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে'।
এই ঘটনায় ছড়িয়ে পড়তেই অভিভাবক থেকে সাধারণ মানুষ দুপুর থেকে স্কুলে এসে বিক্ষোভ দেখাতে থাকে। স্কুল ছুটির পরে সকল শিক্ষক শিক্ষিকাদের স্টাফ রুমে বন্দি করে দরজায় তালা লাগিয়ে দেন অভিভাবকেরা।
আহত এক ছাত্রের বাবা বলেন ' ইতিহাসের শিক্ষক ক্লাসে অসংলগ্ন অবস্থায় ঢুকেছিল। পড়া ধরার অছিলায় ছাত্র ছাত্রীরা লাঠি দিয়ে ভীষণ প্রহার করায় অসুস্থ হয়ে পড়েছে। অভিযুক্ত শিক্ষকের শাস্তি চাই'। এগরা থানার পুলিশ এসেও প্রাথমিক চেষ্টায় আটক শিক্ষকদের উদ্ধার করতে ব্যর্থ হয়। ঘটনাস্থলে ছুটে আসেন এগরা মহকুমা শাসক মনজিৎ কুমার যাদব ও মহকুমা পুলিশ আধিকারিক দেবীদয়াল কুন্ডু
দেবীদয়াল কুন্ডু সহ ব্লক প্রশাসনের কর্তারা। পরিস্থিতি এতটাই উত্তেজিত হয় সন্ধ্যা পর স্কুলে ব্যাপক ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতারা। স্কুলে ভাঙচুরের জেরে স্কুল লাগোয়া ছাত্র আবাসনে থাকা ছাত্ররা আতঙ্কিত অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়েছে।
প্রধান শিক্ষক বিবেকানন্দ জানা বলেন ' সহকর্মী একজন শিক্ষকের মারধর ছাত্র ছাত্রীরা সাময়িক অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে তাদের নিয়ে আসা হয়েছে। সকল ছাত্র ছাত্রীরা সুস্থ রয়েছেন'।
এগরা পূর্ব চক্রের স্কুল পরিদর্শন তুহিন দাস বলেন ' এক জন শিক্ষকের মারধরে কয়েকজন ছাত্র ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছিল। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। সকলে সুস্থ রয়েছে। দোষী শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে'।
Show quoted text
ব্লক প্রশাসনের কর্তারা। পরিস্থিতি এতটাই উত্তেজিত হয় সন্ধ্যা পর স্কুলে ব্যাপক ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতারা। স্কুলে ভাঙচুরের জেরে স্কুল লাগোয়া ছাত্র আবাসনে থাকা ছাত্ররা আতঙ্কিত অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়েছে।
প্রধান শিক্ষক বিবেকানন্দ জানা বলেন ' সহকর্মী একজন শিক্ষকের মারধর ছাত্র ছাত্রীরা সাময়িক অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে তাদের নিয়ে আসা হয়েছে। সকল ছাত্র ছাত্রীরা সুস্থ রয়েছেন'।
এগরা পূর্ব চক্রের স্কুল পরিদর্শন তুহিন দাস বলেন ' এক জন শিক্ষকের মারধরে কয়েকজন ছাত্র ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছিল। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। সকলে সুস্থ রয়েছে। দোষী শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে'।
Show quoted text
Comments
Post a Comment