বরোজে বিদ্যুত স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুত গ্রেফতার পান চাষী।
পান বরোজে বিদ্যুত স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশ অভিযুক্ত পান বরোজে মালিককে গ্রেফতার করলো। ধৃত পান বরোজ মালিক নিরঞ্জন দাসের বাড়ি বেনাচাকড়িতে। গত ১৪ ফেব্রুয়ারি বেনাচাকড়িতে বাড়ির বাদাম জমিতে হনুমান তাড়াতে গিয়ে পাশে পানের বরোজে যেতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সন্তোষ দাসের। বরোজ মালিক নিরঞ্জন দাস পানের চাষ হনুমানের হাত থেকে বাঁচতে বিদ্যুতের তার বিছিয়ে রাখে। অভিযোগ সেই খোলা তারে যুবকের বিদ্যুত স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। সেই ঘটনায় শনিবার বরোজ মালিকের বিরুদ্ধে অভিযোগ করে। রবিবার রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করলো।
Comments
Post a Comment