কুম্ভমেলায় নিখোঁজদের সন্ধান মিললো
মহাকুম্ভে শাহিস্নানে গিয়ে নিখোঁজ দুইজন বাড়ি ফিরলেন। এগরার ছত্রীর বৃদ্ধ রজনীকান্ত পয়ড়্যা গত ২৯ জানুয়ারি ভোরে মহাকুম্ভে স্নান শেষে নিখোঁজ হয়। সেই ঘটনায় বৃদ্ধের পরিবার থানায় নিখোঁজের অভিযোগ করে। নিখোঁজ সেই বৃদ্ধ শনিবার সন্ধ্যায় এগরার বাড়িতে ফিরেছেন। অপরদিকে এগরা-২ নম্বর ওয়ার্ডে দলঅলুয়ার নিখোঁজ বৃদ্ধা বীনাপানি প্রহরাজ নিখোঁজ হয়। রবিবার সেই বৃদ্ধা বাড়ি ফিরলেন।
Comments
Post a Comment