চুলোচুলিতে দুকান কাটা গেল মহিলার
প্রতিবেশী দুই মহিলার ঝগড়া থেকে মহিলার কান কেটে নেওয়ার ঘটনায় শোরগোল পড়লো। সোমবার এগরার জুমকি গ্রামে অঞ্জলি মান্নার সঙ্গে প্রতিবেশী মহিলাদের ঝগড়া হয়। সেই সময় অঞ্জলিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রতিবেশি মহিলারা। অভিযোগ অঞ্জলিকে মাটিতে ফেলে মারধর করে। সেই সময় তার কানের সোনার দুল ছিঁড়ে নিয়ে বলে দাবী। আহত অঞ্জলীকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই কানে আটটি সেলাই পড়েছে। ঘটনায় প্রতিবেশী চারজন মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ করে আক্রান্ত মহিলা। পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে।
Comments
Post a Comment