পটাশপুর হাড়োচরণ বিদ্যাপীঠে পঞ্চম শ্রেণীর ছাত্রের হাতে রান্না মশলার অনন্য ছবি
সরস্বতী পুজো উপলক্ষে স্কুলে বসলো বইমেলা। প্রদর্শিত হলো ছাত্র ছাত্রীদের তৈরী চিত্র ও বিজ্ঞানের বিভিন্ন মডেল। পটাশপুর হাড়োচরণ বিদ্যাপীঠে শনিবার থেকে পুজো উপলক্ষে কলকাতার এক প্রকাশনী সংস্থার বইমেলা বসেছে। ছাত্র ছাত্রীরা কলকাতার বইমেলার স্বাদ স্কুলের বইমেলার স্টলে উপভোগ করতে পারছে। নিজেদের পছন্দের বই কেনার পাশাপাশি বিভিন্ন ধরনের কবি, সাহিত্যিক ও গল্পের বই হাতে নিয়ে দেখা ও পড়ার সুযোগ পাচ্ছে। চিত্র ও মডেল প্রদর্শনী প্রতিযোগিতায় স্কুলের সত্তোরজন ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। মঙ্গলবার স্কুলে সান্ধ্যা কালীন সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন স্কুল পরিচালন কমিটি সহ স্কুলের অনান্য শিক্ষক ও শিক্ষিকারা।
Comments
Post a Comment