চিনিবাদাম খেতে হনুমান তাড়াতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের
চিনা বাদাম চাষের জমিতে হনুমান তাড়াতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হলে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবক সন্তোষ দাসের (১৮) বাড়ি এগরার বেনাচাকড়িতে। বেনাচাকড়ি মাঠে বাদাম চাষের জমিতে শুক্রবার দুপুরে একদল হনুমান বসে ফসল নষ্ট করছিল। সন্তোষ বাদাম জমিতে হনুমান তাড়াতে যায়। সেই জমির পাশে একটি পানের বরোজে হনুমান আটকাতে খোলা তারে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। হনুমান তাড়ানোর সময় অজান্তে পানের বরোজে ঢুকে যাওয়ায় সেখানে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। যুবক বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজ করতে গিয়ে যুবকের নিথর দেহ বরোজের মধ্যে পড়তে থাকতে দেখেন। পুলিশ দেহ উদ্ধার করে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে। বিদ্যুত বিভাগ অভিযুক্ত পান বরোজের মালিকের সেচ পাম্পের মিটার সংযোগ বিচ্ছিন্ন করেছে।
Comments
Post a Comment