খালে নেমে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু প্রৌঢ়ার।

পটাশপুর- তিন দিন ধরে বিদ্যুতের তার ছিঁড়ে খালের জলে পড়ে থাকলেও ভ্রুনাক্ষরে টের পায়নি। মাছ শিকারের তাগিদে অজান্তে সেই খালের জলে নামতেই বিদ্যুতস্পৃষ্ট  হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। প্রৌঢ়াকে ছটফট করতে দেখে বাঁচাতে গিয়ে আহত হয়েছে সঙ্গী এক মহিলা। বিদ্যুত দফতরের গাফিলতির অভিযোগে সরব মৃতের পরিবার। 

পটাশপুরের উত্তরখাড়ের বাসিন্দা কল্পনা শীটের(৫৫) বাড়ির সামনে প্রায় দেড়শো মিটার দূরে ঘাটুয়াখাল রয়েছে। সেই খালে প্রায়শই মাছ শিকার করতে যায় কল্পনা সহ এলাকার মানুষজন। খালের পাশ দিয়ে গিয়েছে গ্রামীন বিদ্যুত সংযোগের তার। অভিযোগ খালের পাশে বিদ্যুতের খুঁটি থেকে একটি তার ছিঁড়ে গত তিনদিন ধরে ঘাটুয়াখালের জলে পড়ে রয়েছে। এই অবস্থার মধ্যেই বিদ্যুতের পরিষেবা চালু করা ছিল। বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে থাকলেও স্থানীয় বিদ্যুত স্টেশন সেই তার মেরামতির কোন চেষ্টা করেনি বলে দাবী। সরস্বতী পুজোর কারনে গত দুদিন খালে দিকে কেউ যায়নি। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ প্রৌঢ়া কল্পনা শীট প্রতিবেশী এক জাকে নিয়ে খালে মাছ ধরতে গিয়েছিলেন। প্রতিবেশী জা খাল পাড়ে বসে জাল ঠিক করছিলেন। অন্যদিকে কল্পনা জাল নিয়ে খালে জলে নেমে পড়েন। জলে নামতেই বিদ্যুতস্পৃষ্ট হয়।খালে জলে ছটফট করতে দেখে সঙ্গী এক মহিলাকে তার হাত ধরে টানার চেষ্টা করলে তিনিও বিদ্যুত স্পৃষ্ট হয়। খাল পাড়ে থাকা মহিলা কোনমতে উপরে উঠে আসেন। গ্রামবাসীরা ট্রান্সফরমার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে। মহিলাকে খালের জল থেকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে। বিদ্যুত দফতরের গাফিলতির কারনে মহিলার মৃত্যুর অভিযোগে সরব হয়েছে পরিবার। 

মৃত প্রৌঢ়ার সঙ্গী পূর্ণিমা জানা বলেন 'তিন দিন ধরে তার ছিঁড়ে খালে পড়ে থাকলেও আমরা জানিনা। দুজনে মাছ শিকার করতে গিয়ে চোখের সামনে জাকে জলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মরতে দেখেছি। বাঁচাতে গিয়ে আমিও আহত হয়েছি। বিদ্যুত দফতরের গাফিলতিতে জায়ের মৃত্যু হয়েছে'।

এই বিষয়ে তমলুকে বিদ্যুত দফতরের রিজিওনাল ম্যানেজার প্রদীপ মন্ডলকে একাধিক বার ফোন করা হলেও ফোন নেটওয়ার্ক সীমানা বাইরে থাকে বলে জানায়।         
   

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।