সাত বছর নাবালিকাকে ধর্ষণের অভিযোগে প্রতিবন্ধী যুবকের

নাবালিকাকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠলো এক বিশেষভাবে সক্ষম যুবকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে নিয়ে আসার সময় এলাকায় উত্তেজনা ছড়ায়। নাবালিকা চিকিৎসাধীন হাসপাতালে। 

শুক্রবার দুপুরে বাবা ও মা মাঠে কাজ করতে চলে গিয়েছিলেন। বছর সাতেক নাবালিকা এক বাড়িতে ছিল। অভিযোগ সেই সময়ে বিশেষভাবে সক্ষম বছর ছাব্বিশের এক যুবক সুযোগ বুঝে নাবালিকার বাড়িতে যায়। নাবালিকাকে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে বলে দাবী। এই ঘটনা কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখায়। নাবালিকা এই ঘটনা সন্ধ্যা পর্যন্ত বাড়ির কাউকে বলেনি। রাতে আটটা নাগাদ নাবালিকাকে তার মা খেতে ডাকলে হঠাৎ অসুস্থ বোধ করে। বাড়ির লোকেদের বিষয়টি জানায় নাবালিকা। ততক্ষণে নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রাতে নাবালিকাকে উদ্ধার করে স্থানীয় গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রাতে বাড়িতে ফেরেনি অভিযুক্ত যুবক। শনিবার সকালে নাবালিকার পরিবার অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি অস্বীকার করে। পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় গ্রামে উত্তেজনা তৈরী হয়। অভিযুক্তকে গ্রামবাসীরা নিজেদের হাতে শাস্তি দেওয়ার দাবী জানায়। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। প্রসঙ্গত, এই ভগবানপুরে বৌদিকে ধর্ষণের অভিযোগ পুলিশ সৎ দেওরকে গ্রেফতার করে। তার কিছু দিন আগে এক বৃদ্ধার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছিল। একের পর এক নাবালিকারা যৌন লালসার শিকার হওয়ার উদ্বিগ্ন অভিভাবকেরা। 

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।