নাবালিকা মেয়ে পালিয় বিয়ে করায় ক্ষুব্ধ বাবা জীবন্ত মেয়ের শ্রাদ্ধ দিলেন।

বছর পনেরো এক নাবালিকা কয়েকমাস আগে নিচু জাতের এক যুবকের সঙ্গে কয়েকদিন পালিয়ে গিয়েছিল। বাড়িতে তার দিদি ও এক ভাই রয়েছে। পুলিশের দ্বারস্থ হয়ে কোন মতে সেই যাত্রায় নাবালিকা ছোট মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে এসেছিলেন। তার পর থেকে মেয়েটি স্কুলে যাওয়া থেকে টিউশনি পড়াশুনা করতো। মেয়েকে পড়াশুনা করতে দেখে বাবা ও মা বুঝেছিলেন এবার মেয়ের সুমিত হয়েছে। মেয়েকে নিয়ে নিশ্চিতে দিন কাটতো। সেই মেয়ে গোপনে আবারো এক যুবকের সঙ্গে প্রেমে মজেছে। কয়েকদিন আগে নাবালিকা মেয়ে দ্বিতীয় বার আবারো এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করে। প্রতিবেশী এক ব্যক্তি দেখতে পেয়ে  যুবকের কাছ থেকে মেয়েটিকে ফিরিয়ে আনে। এই কথা শুনে রাগান্বিত বাবা মেয়েকে বাড়ি নিয়ে আসতে বাধ দেন। যেখানে খুশি যাক বলে পাল্টা বার্তা দেন। নাবালিকা ছোট মেয়ে আবারো যুবকের সঙ্গে  পালিয়ে বিয়ে করার সমাজের কাছে অসম্মানত  হতে হয়। রাগে শেষ বারের মতো মেয়ের মায়া ত্যাগ করে বাবা ও মা।মেয়ের জীবদ্দশায় বাড়িতে ব্রাহ্মণ ডেকে মেয়ের শ্রাদ্ধ দিলেন বাবা। শ্রাদ্ধানুষ্ঠানের আচার মেনে ছেলের কেশ মুন্ডন সহ পাড়া প্রতিবেশীদের শ্রাদ্ধের ভুরিভোজ করে খাইয়ে প্রায়শ্চিত্ত করলেন। মেয়ের জীবদ্দশায় শ্রাদ্ধ দেওয়ার ঘটনায় হৈচৈ পড়েছে পটাশপুরে।   

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।