পূর্ব মেদিনীপুরে থেকে গ্রেফতার অবৈধ বাংলাদেশী যুবক সহ তার এক সঙ্গী

এগরা থানা এলাকা থেকে এবার গ্রেফতার হলো এক বাংলাদেশি যুবক সহ তার ভারতীয় সঙ্গী। ধৃত বাংলাদেশী যুবক ইব্রাহিম হোসেন (৩০) বাড়ি জসোরের বারানিধি কদমতলা পাড়ায়। ধৃত তার সঙ্গী  উত্তর চব্বিশ পরগনার  বাদুড়িয়ার বুরুজের  যুবক কুরবান মন্ডল। এগরা মির্জাপুর এলাকায় গত তিনমাস ধরে একটি ভাড়া বাড়িতে থাকতেন ওই দুই যুবক। এখানে আয়ুর্বেদিক ওষুধ গ্রামে ঘুরে বিক্রি করতেন। বৃহস্পতিবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মির্জাপুরে ভাড়া বাড়িতে অভিযান চালায়। সেই বাড়ি থেকে পুলিশ বাংলাদেশী যুবক সহ তার সঙ্গীকে গ্রেফতার করেছে। বাংলাদেশীকে আশ্রয় দেওয়ার অভিযোগ  বাড়ি মালিকের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ধৃত বাংলাদেশী যুবক সহ তার সঙ্গীকে আজ কাঁথি আদালতে তোলা হবে।

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।