গোপালপুর সমবায়ে প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ফেরার ম্যানেজার

সমবায় সমিতির প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ফেরার ম্যানেজারকে অবশেষে পুলিশ গ্রেফতার করলো। ধৃত ম্যানেজার লক্ষ্মীকান্ত সরকে পুলিশ বৃহস্পতিবার ভোরে কলকাতায় ভাড়া বাড়ি থেকে গ্রেফতার হয়। ধৃত ম্যানেজারের বাড়ি গোপালপুরে। পটাশপুরে তৃণমূল পরিচালিত গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি এলাকায় স্বনির্ভর গোষ্ঠী টাকা লেনদেন থেকে কৃষকদের আর্থিক ঋণদান করে থাকে। প্রত্যন্ত গ্রামীন এলাকার এই সমবায়ে এলাকায় শ্রমিক ও খেটে খাওয়া মানুষ তাদের শেষ সম্বল উপার্জনের টাকা গচ্ছিত রেখেছিলেন। চার বছর আগে সমবায়ের প্রায় পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ায় অভিযোগ উঠে ম্যানেজার লক্ষ্মীকান্তের বিরুদ্ধে। টাকা ফেরতের দাবীতে একাধিকবার সমবায় সমিতি ঘেরাও সহ কর্মীদের তালাবন্ধ করেছিলেন গ্রাহকেরা। সেই থেকে গত চারবছর ধরে সমবায় তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। 
সেই ঘটনার পরেই অভিযুক্ত ম্যানেজার গোপালপুরে বাড়ি ছেড়ে সপরিবারে কলকাতায় পালিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতো। বৃহস্পতিবার ভোরে অভিযুক্ত ম্যানেজারকে কলকাতার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে। ধৃত ম্যানেজারকে বৃহস্পতিবার কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাকে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।       

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।