বেআইনি বাজি বিক্রির অভিযোগ গ্রেফতার ব্যবসায়ী
বাজি বিক্রির অভিযোগে ধৃত জগন্নাথ আদককে আদালতে তোলা হল। মংলামাড়ো বাজারে মুদি দোকানে বেআইনিভাবে বাজি বিক্রি অভিযোগে পুলিশ দোকানী জগন্নাথকে গ্রেফতার করে। ধৃতকে বৃহস্পতিবার কাঁথি আদালতে তোলা হলে তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Comments
Post a Comment