বিপুল পরিমাণ বেআইনি বাজি উদ্ধার

মাধ্যমিক পরীক্ষার আগের রাতে গোপন ডেরা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণের বেআইনি বাজি। গ্রেফতার করা হয়েছে বাজি বিক্রেতা অভিযুক্ত মুদি দোকানী চন্দন দাসকে। উদ্ধার হওয়া বেআইনি বাজির অধিকাংশ চিনা বাজি। কোথা থেকে এই জেলায় ঢুকছে চীনা বাজি ভাবাচ্ছে পুলিশকে। 

খাদিকুলে বিস্ফোরনের পরে পুলিশের লাগাতার অভিযান ও ধড়পাকড়ে জেলার পাশাপাশি এগরা মহকুমায় বেআইনি বাজি তৈরী ও বিক্রি সম্পূর্ণ বন্ধ ছিল। পুলিশের নজরদারি শিথিল হতেই ফের লুকিয়ে চুরিয়ে বেআইনি বাজি তৈরীর পাশাপাশি বিক্রি চলছে। এগরার ভবানীচক বাজার এলাকা বেশ কয়েকদিন ধরে একটি মুদি দোকানের আড়ালে বেআইনি বাজি বিক্রি অভিযোগ আসছিল। সেই মতো রবিবার রাত সাড়ে আটটা নাগাদ ভগবানপুর থানার পুলিশ চন্দন দাস নামে এক ব্যক্তির মুদি দোকানে হানা দেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে দোকানে বাজি বিক্রি ও মজুতের কথা অস্বীকার করে। পুলিশ দোকানের গুদাম ঘরে তল্লাশি চালিয়ে প্রায় সত্তোর কেজি বেআইনি বাজি উদ্ধার করেছে। গ্রেফতার করা হয় দোকানী চন্দন দাসকে। ধৃতের বাড়ি এগরার অস্তিচক এলাকায়। উদ্ধার হওয়া বেআইনি বাজির আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকার। বাজেয়াপ্ত হওয়া বাজির মধ্যে বেশিরভাগই চিনা বাজি ও ফায়ার ক্রেকার্স। খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরনে স্থল থেকে সিআইডির নমুনা সংগ্রহে এই চীনা বাজি তৈরীর মশলার উপস্থিত পেয়েছিল। নিষিদ্ধ এই চিনা বাজি ও বাজি তৈরীর মশলা কোথা থেকে এগরায় ঢুকছে রবিবার রাতে উদ্ধার হওয়া বেআইনি বাজি নিয়ে চিন্তায় পুলিশ প্রশাসন। মাধ্যমিক পরীক্ষার আগের রাতে ভবানীচকের দোকান থেকে বিপুল পরিমাণে বেআইনি বাজি উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, কল্যাণী শহরে বেআইনি বাজি কারখানার বিস্ফোরনে ঘটনায় ফের শনিবার থেকে জেলা জুড়ে বেআইনি বাজির বিরুদ্ধে পুলিশের তল্লাশি অভিযান চলছে। মাঝে সরস্বতী পুজোয় পুলিশি নজরদারি শিথিল থাকায় পুজো মন্ডপ গুলিতে দেদার বাজি পোড়ানো হয়েছে। পুলিশের নজরদারি কড়াকড়ি হতেই এই সাফল্য বলে দাবী। 

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।