চিটফান্ড প্রতারণায় এগরাতে এজেন্টকে আটক করলো ক্ষুব্ধ আমানতকারীরা
- Get link
- X
- Other Apps
এগরা- চিটফান্ডে টাকা রেখে প্রতারিত হওয়ায় এজেন্টের বাড়ি ঘেরাও করলো আমানতকারীরা। এজেন্টকে একটি বাড়িতে আটকে রাখে। টাকা ফেরানোর দাবী করেন আমানতকারীরা। রাতে এগরা থানার পুলিশ আটক এজেন্টকে বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। যদিও ঘটনায় বুধবার রাত পর্যন্ত থানায় কোন অভিযোগ জমা পড়েনি বলে দাবী পুলিশের।
এগরার ছত্রীর যুবক এক চিটফান্ড সংস্থার এজেন্ট হিসেবে কাজ করতেন। বছর দেড়েক আগে ওই যুবক কুদি সহ আশাপাশের একাধিক গ্রামের সাধারণ মানুষকে তাদের সংস্থার টাকা রাখালে চড়াসুদ সহ অধিক মুনাফার লোভ দেখান। সংস্থায় টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করা হয় বলে জানান ওই এজেন্ট। প্রতিবেশী গ্রামের ওই যুবককে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা সেই চিটফান্ডে বিনিয়োগ করে বলে দাবী। আসল টাকা থেকে বিনিয়োগ কারীদের প্রতিমাসে আট শতাংশ হারে চড়াসুদ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানানো হয়। অভিযোগ দেড় বছর হয়ে গেলেও আজ পর্যন্ত আমানত কারীরা তাদের সুদের টাকা দূরস্ত আসল টাকা ফেরত পাচ্ছে না বলে দাবী। টাকা ফেরতের জন্য এজেন্ট রঞ্জনের বাড়িতে একাধিকবার দ্বারস্থ হলে আমানত কারীদের ফিরিয়ে দেওয়া হয় বলে দাবী। বেআইনি অর্থলগ্নি সংস্থায় টাকা রেখে প্রতারিত হয়েছে বুঝতে পারেন আমানতকারীরা। মঙ্গলবার রাতে এগরার কুদিতে এসেছিলেন ওই সংস্থার এজেন্ট রঞ্জন। এলাকায় দেখতে পেয়ে আমানতকারীরা তাকে ঘিরে ধরে। টাকা ফেরানোর দাবীতে এজেন্টকে ঘিরে চলে বিক্ষোভ। টাকা ফেরাতে না পারায় অভিযুক্ত যুবকের টানা হিঁচড়ে ধাক্কাধাক্কি দিতে থাকে প্রতারিত আমানতকারীরা। একটি ঘরের মধ্যে এজেন্টকে আটকে রাখে। রাতে এগরা থানার পুলিশ গিয়ে আটক যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার রাত পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের না হওয়ায় পুলিশ ওই যুবককে ছেড়ে দেয়া। যদিও আটক যুবক এই বিষয়ে কোন মন্তব্য করতে চায়নি।
প্রতারিত এক ব্যক্তি বলেন ' যুবককে বিশ্বাস করে তাদের সংস্থার টাকা রেখেছিলাম। দেড় বছর পরেও একটাকা পাইনি। উল্টে নিজের আসল টাকা ফেরত পাইনি। ওই যুবকের কাজে একাধিক বার দ্বারস্থ হয়েও লাভ হয়নি। অভিযুক্তকে আটকে টাকা দেওয়ার দাবী জানিয়েছিলাম'।
এগরা থানার পুলিশ বলেন 'বেআইনি আমানত নিয়ে এক যুবককে আটক করে কিছু মানুষ। রাতে আটক যুবককে বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না আসায় যুবককে ছেড়ে দেওয়া হয়েছে'।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment