হাইকোর্টের নির্দেশে ব্রিজ তৈরীর জমি পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়লো সেচ দফতর ও ব্লক প্রশাসন।

খালের উপর ব্রিজ ভেঙে পড়ে থাকায় তিনবছর যাতায়াত থমকে ছিল। সেচ দফতরের অর্থ বরাদ্দে কংক্রিটের ব্রিজ তৈরীতে জায়গা বিভ্রাটের অভিযোগ উঠে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যত্র ব্রিজ তৈরীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে এলাকাবাসী। আদালতের নির্দেশে জায়গায় পরিদর্শনে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লো সেচ দফতর ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা। 

এগরার দক্ষিণ চৌমুখে বালিঘাই খালের উপর কংক্রিটের ব্রিজ এগরা ও পটাশপুর বিধানসভাকে যুক্ত করেছে। শতাব্দী প্রাচীন সেই কংক্রিটের ব্রিজ গত তিনবছর ধরে খালের উপর ভেঙে পড়ে যাওয়ার দুই বিধানসভার মানুষের খাল পেরিয়ে সহজে যাতায়াত বন্ধ হয়ে ছিল। প্রশাসনের দোরগোড়ায় ঘুরে তিন বছর ধরে ভাঙা ব্রিজের কাছে নতুন কাঠের সাঁকো পর্যন্ত হয়নি। খাল দুই তীরের মানুষজন চাঁদাতুলে বাঁশ সংগ্রহ করে অস্থায়ী সাঁকো তৈরী করেছেন। সেই বাঁশের সাঁকো দিয়ে এখন যাতায়াত হয়। মাস ছয়েক আগে সেচ দফতর নতুন ব্রিজের জন্য অর্থ বরাদ্দ করে। হেই মতো ঠিকানায় ব্রিজ তৈরীর কাজ শুরু করেছিলেন। ব্রিজ তৈরীর জায়গা নিয়ে শুরুতেই বিভ্রান্তি তৈরী হয়। অভিযোগ শাসক দলের মদতে পুরনো জায়গার বদলে অন্যত্র নতুন ব্রিজ তৈরীর কাজ শুরু হয়। জায়গা পরিবর্তন করায় স্থানীয়রা ঠিকাদারকে ব্রিজ তৈরীতে বাধা দেয়। বাধা দেওয়া সত্বেও ঠিকাদার সেই নতুন জায়গায় কংক্রিটের ব্রিজ তৈরী করছিল। পুরনো জায়গায় ব্রিজ তৈরীর দাবী হাইকোর্টের দ্বারস্থ হয় এলাকাবাসী। হাইকোর্টের নির্দেশ আপাতত ব্রিজ তৈরীর কাজ বন্ধ থাকে। আদালতের নির্দেশের পরে সোমবার চৌমুখ এলাকায় ব্রিজ তৈরীর জায়গা পরিদর্শন করতে আসেন কাঁথির সেচ দফতরের আধিকারিক সহ এগরা-২ ও পটাশপুর-২ বিডিওরা। পুরনো জায়গায় ব্রিজ না হওয়ায় পরিদর্শনে আসা আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। বিক্ষোভকারীদের দাবী আগের পুরনো জায়গায় নতুন কংক্রিটের ব্রিজ তৈরী করতে হবে। বিক্ষোভকারী এলাকাবাসীর দাবী মতো পুরনো জায়গায় কাজের আশ্বাস দিয়েছেন সেচ দফতর ও ব্লকের আধিকারিকেরা।      

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।