মহাকুম্ভে থেকে কাশী যাওয়ার পথে অটো ও ডাম্পারের সংঘর্ষে মৃত পৌঢ়ের।


পটাশপুর- মহাকুম্ভে পূন্যস্নাণ শেষে রবিবার বাড়ি ফেরার কথা ছিল। কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল মন্টু প্রধান নামের এক প্রৌঢ়ের। আহত হয়েছে আটোয় থাকা আরো পাঁচজন পূন্যার্থীর। বাড়িতে ফিরে গ্রামের অনুষ্ঠানে যোগদান কথা থাকলেও আর ফেরা হল না। আনন্দের মাঝে শোকের ছায়া গ্রামে। 

শিবরাত্রি তিথিতে মহাকুম্ভে পূন্যস্নাণের জন্য গত মঙ্গলবার পটাশপুরের সিংদা বাজার প্রয়াগরাজ বাস ছাড়ে। সেই বাসে গিয়েছিলেন কুতুবপুরের বছর আটান্নের প্রৌঢ় মন্টু প্রধান। প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে একা মহাকুম্ভে গিয়ে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন। সিংদা বাজারে মন্টুর পুরনো জামা কাপড় সেলাইর নিজের ট্রেলার দোকান রয়েছে। মহাকুম্ভে যাওয়ার সুবাদে মন্টুর সেই দোকান কয়েদিন সামলাচ্ছিলেন তার পরিবার । শুক্রবার রাম মন্দির দেখে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের পথে তাদের গাড়ি রওনা দেয়। শনিবার দুপুরে যানজটের কারনে বিশ্বনাথ মন্দির থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে তাদের বাস পার্কিং করে দেয়। বিকেল পাঁচনা নাগাদ আটোয় করে বারানসী পুলিশ কমিশনারেটের বড়াগাঁবো থানা এলাকা থেকে প্রৌঢ় মন্টু সহ ব্রজলালপুরের আরো পাঁচজন  সঙ্গী আটোয় চেপে বসে। ছয়জন অটোয় যাওয়ার সময় বেপরোয়া গতির একটি ডাম্পারের ধাক্কায় আটোটি জাতীয় সড়কে উল্টে যায়।  চালকের পিছের আসনে বসে থাকা প্রৌঢ়। ডাম্পারের ধাক্কা সবচেয়ে বেশি আহত হয়েছিলেন মন্টু। সজ্ঞাহীন অবস্থায় পুলিশ আহত মন্টু সহ আর সঙ্গী পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় প্রৌঢ়ের। আহত চালক সহ আর পাঁচ জন পূন্যার্থীদের প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় কুতুবপুরে বাড়িতে প্রৌঢ়ের মৃত্যুর খবর এসে পৌঁছায়। রাতে বাকি পূন্যার্থীদের নিয়ে বাসটি পটাশপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শনিবার রাতে মৃতের পরিবারের এক সদস্য সহ তাদের আত্মীয়রা বারানসী উদ্দেশ্যে রওনা দিয়েছে। শনিবার দুপুরে বাড়িতে ফোন করে বিশ্বনাথ মন্দির দেখতে যাওয়ার শেষ বার ফোনে প্রৌঢ়ের কথা বলেছিলেন। রবিবার দুপুরে তারা বাড়ি ফিরে গ্রামের মহোৎসব অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলেন। একটি দুর্ঘটনায় সবকিছু ওলটপালট হয়ে গেল প্রধান পরিবারে। মহাকুম্ভে গিয়ে গ্রামের এক ব্যক্তির মৃত্যুতে আনন্দের দিনে বিষাদের সুর কুতুবপুর গ্রামে। ব্লক প্রশাসনের তরফে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবার সূত্রের খবর বারানসীতে দেহের ময়নতদন্তের শেষে সেখানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। 

মৃতের পরিবার বলেন ' শনিবার দুপুরে বাড়িতে  ফোন করে শেষ বার কথা বলেছিলেন। রবিবার বাড়ি ফিরবে বলেছিলেন। সন্ধ্যায় খবর আগে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে'।

পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা বলেন 'মহাকুম্ভ থেকে ফেরার পথে বারাণসীতে গাড়ি দুর্ঘটনায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। অত্যন্ত দুঃখজনক জনক ঘটনা। পরিবারের পাশে রয়েছে প্রশাসন'।               

    

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।