দুই গোষ্ঠীর সংঘর্ষে মুড়ি মুড়কির মতো বোমা পড়লো
ইমারতি সামগ্রীর বকেয়া টাকা মেটানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মারধর ও বোমাবাজির ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠলো লালপুর। দুপক্ষের মধ্যে বোমাবাজির ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
ভগবানপুরে লালপুরে গান্ধীরোডে এক ব্যক্তির ইমারতি সামগ্রীর দোকান রয়েছে। ইমারতি ব্যবসায়ী এলাকায় পুরনো গোষ্ঠীর লোক হিসেবে পরিচিত। সেই দোকান থেকে ইমারতি সামগ্রী নিয়েছিলেন তার বিরুদ্ধ গোষ্ঠীর একব্যক্তি। রবিবার সন্ধ্যায় ইমারতি সামগ্রীর সেই বকেয়া টাকা দেওয়া নিয়ে দোকানীর সঙ্গে বিরুদ্ধ গোষ্ঠীর ঝামেলা বাঁধে। পুরনো ঘনিষ্ঠ দোকানীকে বিপক্ষ গোষ্ঠীর লোকজন মারধর করে বলে দাবী। পাল্টা আজিমুলের গোষ্ঠীর লোকজন মারধর শুরু করে। এই ঘটনায় ভগবানপুর থানায় ইমারতি ব্যবসায়ী পুরনো বিরুদ্ধ গোষ্ঠীর বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করে। এই খবরে পরেই এলাকায় আরো উত্তপ্ত হয়ে উঠে। রাজ্য সড়কের উপর দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি চলে। উভয় পক্ষের পাঁচ থেকে সাতটি বোমা পড়ে। রাতে বোমাবাজির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দাবী। রাতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। যদিও ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি পুলিশ জানিয়েছে। যদিও বোমাবাজির ঘটনা অস্বীকার করেছে দুই পক্ষ।
এক গোষ্ঠীর নেতা বলেন ' বোমাবাজিতে আমাদের কেউ জড়িত নয়। কিছু সমাজবিরোধী এই কান্ড ঘটিয়েছে'।
ভগবানপুর থানার পুলিশ বলেন 'বোমাবাজি ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে'।
Comments
Post a Comment