স্কুলে বইমেলা

ভগবানপুর- স্কুলে তিনদিনের বইমেলা অনুষ্ঠিত হল। ভগবানপুর মনোহরপুর বান্ধব হাইস্কুলে  অভিভাবিকাদের নিয়ে নাবালিকা বিয়ে বন্ধ সচেতনতা সহ তাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়। স্কুলে এই সচেতনতা শিবিরে সঙ্গে গত ২৪ মার্চ সোমবার থেকে বুধবার পর্যন্ত স্কুলে তিনদিনের বই মেলা হয়। কলকাতার নামী প্রকাশনী সংস্থা এই বই মেলায় স্টল দিয়েছে। গল্প থেকে সাহিত্য এবং লিটিল ম্যাগাজিন সব ধরনের বই আগ্রহ সহকারে ছাত্র ছাত্রীরা পড়ছে ও সংগ্রহ করছে। 

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।