ঝড় বৃষ্টিতে উড়ে গেল স্কুলের ছাউনি।
সোমবার রাতে ঝড় ও বৃষ্টিতে ভগবানপুর-২ ব্লকের গড়বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় ঝড়ে বাজকুল স্টেড প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে তিনটি শ্রেনী কক্ষের অ্যাসবেসটসের ছাউনি উড়ে যায়। একসঙ্গে এতো বড়ো বাড়ি মেরামতির টাকা নেই স্কুলে। বাধ্য হয়ে খোলা ছাউনার নিচে পড়াশুনা করছে ছাত্র ছাত্রীরা।
Comments
Post a Comment