পৃথক দুটি দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির।
পটাশপুর- ইঞ্জিনরিক্সা দুর্ঘটনায় মৃত্যু হল পথচারী এক প্রৌঢ়। মৃত গৌর (গোপাল) ভুঁইয়ার(৫২) বাড়ি টেপরপাড়া গ্রামে। টেপরপাড়া বাসস্টপের অদূরে রাজ্য সড়কের পাশে বাড়ি রয়েছে। রাস্তার পাশে নিজের একটি চা-পানের দোকান রয়েছে। দুপুরে বাড়ির সামনে রাস্তার পাশে খড়শুকনো করছিলেন। সেই সময় পটাশপুরের দিক থেকে ইট ভর্তি একটি বেপরোয়া গতির ইঞ্জিনরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে প্রৌঢ়কে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রৌঢ়ের। ঘটনায় পরে ইঞ্জিনরিক্সা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত চালক। ক্ষুব্ধ মানুষজন ইঞ্জিনরিক্সাটিকে পাশে নয়ানজুলিতে উল্টে দিয়ে আগুন নেভানোর পরিকল্পনা করে। ততক্ষণে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযুক্ত ইঞ্জিনরিক্সা চালককে গ্রেফতারের দাবীতে মিনিট কুড়ি রাজ্য সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। পুলিশ দেহ উদ্ধার করে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে।
এগরা- লরি দুর্ঘটনায় মৃত্যু হল মানিক সিং (৪০) নামে এক যুবকের। মৃত যুবকের বাড়ি এগরার ৬ নম্বর ওয়ার্ডে। রবিবার দুপুরে এগরা দীঘামোড় রাজ্য সড়কে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। সেই সময় টোটোয় ধাক্কা লেগে বেলদাগামী একটি লরির চাকায় পড়ে যায় ওই যুবক। লরি দুর্ঘটনায় আহত যুবককে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে তার মৃত্যু হয়। পুলিশ লরিটিকে আটক করেছে।
Comments
Post a Comment