স্কুলে দুই শিক্ষক অনিয়মিত আসায় তালা বন্ধ করে বিক্ষোভ অভিভাবকদের।
- Get link
- X
- Other Apps
ভগবানপুর- স্কুলে অনিয়মিত আসলেও হাজিরা খাতায় উপস্থিত দেখাতেন দুই শিক্ষক। শিক্ষকদের আটকে অভিভাবকদের বিক্ষোভের পরেই নড়েচড়ে বসলো শিক্ষা দফতর। অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে তথ্য চেয়ে পাঠালো জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। বিভাগীয় তদন্ত শুরু করলেন খোদ জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান।
ভগবানপুরে পশ্চিমবাড় বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক ছাত্র ছাত্রী পঠন পাঠন করেন। স্কুলে মোট চারজন শিক্ষক রয়েছেন। একজন শিক্ষকের বাড়ি এই গ্রামেই। অভিযোগ চারজন শিক্ষকের মধ্যে দুই শিক্ষক কয়েকমাস ধরে স্কুলে অনিয়মিত আসতেন। স্কুলে অনিয়মিত আসা যাওয়া করলেও হাজিরা খাতায় তাদের একশোভাগ উপস্থিত দেখাতেন। দুই শিক্ষকের অনিয়মিত আসা যাওয়ার ফলে স্কুলে পঠন পাঠনের অসুবিধা হতো বলে দাবী। একাধিক বার স্কুলের প্রধান শিক্ষককের কাছে নালিশ জানিয়েছিলেন অভিভাবকেরা। সেই নালিশে কোন কাজ হয়নি বলে দাবী। প্রয়াগরাজে কুম্ভস্নাণে প্রায় এক সপ্তাহ স্কুল ছুটি নিয়ে পালিয়ে যায় ওই দুই শিক্ষক। স্কুল ছুটি নিলেও হাজিরা খাতায় তাদের ওই দিনগুলোতে উপস্থিত দেখানো হয়েছে বলে দাবী অভিভাবকদের। শুক্রবার সকালে স্কুল শুরুর কিছু পরেই বারোটা নাগাদ অভিভাবকেরা স্কুলে এসে বিক্ষোভ দেখান। এদিন ও স্কুলে অনুপস্থিত ছিলেন অভিযুক্ত দুই শিক্ষক। কেন স্কুলে দুই শিক্ষক অনুপস্থিত রয়েছেন অভিভাবকদের স্পষ্ট উত্তর দিতে পারেননি স্কুলের প্রধান শিক্ষক। সদুত্তর না পাওয়ায় অফিস ঘরে তালা বন্ধ করে প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষককে আটকে রাখা হয়। প্রায় ঘন্টা দুয়েক আটকে থাকার পরে ভগবানপুর থানার পুলিশ গিয়ে দুই শিক্ষককে উদ্ধার করেন। আগামীতে যাতে স্কুলে শিক্ষকেরা নিয়মিত আসেন ও সুষ্ঠু পঠনপাঠন সহ অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আশ্বাস দেন। এই মর্মে প্রধান শিক্ষক অভিভাবকদের মুচলেকা দিলে আপাপতত বিক্ষোভ উঠে যায়। গোটা ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে ভগবানপুর চক্র স্কুল পরিদর্শক। ঘটনার রিপোর্টে চেয়ে পাঠায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। অভিযুক্ত দুই শিক্ষককে আগামী সোমবার স্কুল পরিদর্শকের অফিসে ডেকে পাঠানো হয়েছে। খোদ শিক্ষা সংসদের চেয়ারম্যান নিজেই এই বিষয়টি খতিয়ে দেখবেন। শনিবার স্কুলে স্বাভাবিক পঠন পাঠন হয়েছে।
প্রধান শিক্ষক গোপাল দলপতি বলেন ' দুই সহকারী শিক্ষক স্কুলে অনিয়মিত আসেন। আমাকে ও উর্ধতন কতৃপক্ষকে না জানিয়ে কখনো এই অনুপস্থিত থাকেন। অনুপস্থিত থাকলে হাজিরা খাতায় অনুপস্থিত দেখানো হয়েছে। কেন স্কুলে দুই শিক্ষক অনুপস্থিত থাকেন তাই অভিভাবকেরা বিক্ষোভ দেখান'।
বিক্ষোভকারী এক অভিভাবক বলেন ' দুই সহকারী শিক্ষক অকারনে স্কুলে অনিয়মিত আসেন। অনুপস্থিত থেকে হাজারা খাতায় একাশোভাগ উপস্থিত দেখাতেন। এই প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়েছে'।
ভগবানপুর চক্র স্কুল পরিদর্শক ভাস্কর খামারু বলেন ' দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যানকে রিপোর্ট পাঠানো হয়েছে। চেয়ারম্যান নিজে বিষয়টি দেখছেন'।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment