মহিলারা ভেঙে গুঁড়িয়ে দিলেন মদের দোকান
পুলিশ ও আবগরিকে জানিয়ে হয়নি কাজ। বেআইনি মদের দোকান ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকায় মহিলারা। পটাশপুরে নিরঞ্জন মার্কেটের কালীমন্দির এলাকায় গত কয়েকমাস ধরে একটি ইমারতি সামগ্রী দোকানের আড়ালে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে উঠে। বেআইনি মদের দোকানে সর্বস্বান্ত হয়ে মদ্যপরা বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ঝামেলায় জড়াতো। এলাকায় মহিলা ও স্থানীয়রা একাধিকবার পুলিশ থেকে আবগরিকে জানিয়ে কোন লাভ হয়নি বলে দাবী। মঙ্গলবার দুপুরে এলাকার পনেরো থেকে কুড়িজন মহিলা বেআইনি মদের দোকানে ভাঙচুর চালায়। দোকানে মজুত থাকা দেশি ও বিদেশি মদের বোতল ভেঙে গুঁড়িয়ে দেয়। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
Comments
Post a Comment