ঝড়ে নীড়হারা আহত একদল শামুকখোলকে উদ্ধার করে আশ্রয় দিল পুলিশ।
থানা পরিসরে রয়েছে উদ্ধার শামুকখোল গুলি)শনিবার রাতে জড়ো হওয়া ও বৃষ্টিতে ভগবানপুর থানায় পূর্ববাড়ে শামুকখোল পাখির বাসা ভেঙে যায়। গাছ থেকে মাটিতে পড়ে আহত হয়েছিল পঞ্চাশের বেশি শামুকখোল। পুলিশ আসার আগেই স্থানীয়রা প্রাথমিকভাবে আহত শামুকখোল গুলিতে উদ্ধার করে। পুলিশ গিয়ে রাতে আহত শামুকখোল গুলিকে উদ্ধার করে টোটোয় করে থানায় নিয়ে এসে শুশ্রূষা ও নিরাপদে আশ্রয়ে রাখেন। রবিবার সকালে সুস্থ হওয়া কয়েকটি শামুকখোলকে ছেড়ে দেওয়া হয়। বাকি চুয়াল্লিশটি আহত শামুকখোলকে বাজকুল বিট অফিসের হাতে তুলে দিয়েছেন ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হক। খুশি পরিবেশ কর্মীরা।
Comments
Post a Comment