দুর্ঘটনায় প্রেমিকের মৃত্যু হওয়ায় শোকে আত্মঘাতী প্রেমিকা।

প্রতিবেদন: বাইক দুর্ঘটনায় অসুস্থ যুবকের মৃত্যু হল। মৃত শুভদীপ খাটুয়ার(২৩) বাড়ি ভগবানপুরে কাকরাতে। গত ১৩ এপ্রিল ভগবানপুর রাজ্য সড়কে তাঙুড়িয়া পোস্ট অফিস শাখার অদূরে একটি বাইক দুর্ঘটনায় আহত হয় শুভদীপ খাটুয়া নামে ওই যুবকের। মাথায় ও পায়ে আঘাত নিয়ে তাকে কলকাতায়  পিজি হাসপাতাল ভর্তি করা হয়। মঙ্গলবার সেখানে তার অস্ত্রপ্রচার হয়। বুধবার রাতে সেই হাসপাতালে তার মৃত্যু হয়।  এই খবর পরেই   
বাড়ি থেকে উদ্ধার হলো পিয়াঙ্কা দিন্ডা(২০) নামে এক যুবতীর ঝুলন্ত দেহ। মৃতের বাড়ি পটাশপুরে বড়হাটে। প্রেমিক গাড়ি দুর্ঘটনায় কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। সেই নিয়ে কলেজ ছাত্রী ওই যুবতী কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে দাবী পুলিশের। বুধবার রাতে হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে পুলিশ যুবতীর ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার করে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে। 

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।