জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে ঝড়ে আলোক সজ্জার লোহার কাঠামো ভেঙে আহত দুই।

ওল্ড দিঘায় রাজ্য সড়কের উপর ঝড়ো বাতাসে চন্দননগরের আলোর গেট ভেঙে পড়লো টোটোর উপর। ঘটনায় দুই বাইক আরোহী আহত হয়েছে। শনিবার রাত দশটা নাগাদ সৈকত শহর দীঘায় ঝড় বৃষ্টি শুরু হয়। জগন্নাথ মন্দিরে উদ্বোধন ঘিরে সৈকত শহর জুড়ে চন্দননগরের আলোকসজ্জা করা হয়েছে। ওল্ড দীঘায় রাজ্য সড়কের উপর লোহার কাঠামোয় চন্দননগরের আলোকসজ্জা ছিল। সেই আলোকসজ্জা লোহার কাঠামো ঝড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। নীচে পর্যটক নিয়ে যাওয়া দুই টটোর উপর কাঠামো ভেঙে পড়ায় মাটি থেকে কিছুটা উপরে  উঠে থাকে। সেই ফাকে বাইক আরোহী দুই যুবক থাকায় আহত হয়েছেন। তবে বরাত জোরে প্রাণে গিয়েছেন টোটোর কারনে। পূর্ত দফতরের কর্মী ও দমকল  কাঠামো সরানোর কাজ করছে।  

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।