পটাশপুরে ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক দশকের প্রাচীন তারট সর্বজনীন বাসন্তী পুজো ও মেলা কমিটির পুজো।ষষ্ঠী থেকে শুরু হয়েছে। চলবে আগামী এক সপ্তাহ ধরে।
পটাশপুর- বাড়ি থেকে উদ্ধার হলো বছর চৌদ্দের এক কিশোরের ঝুলন্ত দেহ। মৃত কিশোর দীপঙ্কর জানার বাড়ি পালপাড়াতে। সোমবার সন্ধ্যায় আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বাবা ও মা কিশোরকে বকাবকি করছিলেন। সেই অভিমানে কিশোর গলায় গামছার ফাঁস আত্মহত্যা করে বলে দাবী। পুলিশ মৃত দেহ উদ্ধার করে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে ।
এগরার কৌড়দার বাসিন্দা তপন কুমার মহাপাত্রের ছেলে অনির্বান ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজে এমবিবিএস পড়তে গিয়েছিলেন। সেই কলেজে পড়াল সূত্রে আলাপ হয় ওপার বাংলার মাগুরা জেলার দ্বারিয়াপুরের বাসিন্দা রতন কুমার ঘোষের মেয়ে চিকিৎসক সঞ্চিতা ঘোষের সঙ্গে। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয়। পরবর্তীতে প্রেম গড়ায় বিয়ের আসরে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে তাদের দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আসর বসে। দুই পরিবার নবদম্পতিকে নিয়ে ওপার বাংলা সীমান্ত পেরিয়ে ভারত আসেন। শুক্রবার দুপুরে কাঁথির নাচিন্দা মন্দিরে রীতি মেনে সিদুরদান থেকে শুভদৃষ্টি হয়। রাতে এগরার কৌড়দার মহাপাত্র বাড়িতে দুই বাংলার নতুন আত্মীয়দের শুভাগমন ঘটে। বরন ডালা নিয়ে বাংলাদেশের কন্যা তথা নববধূকে বরণ করে নেয় মহাপাত্র পরিবার। ভাষা দিবসে ওপার বাংলার অস্থির পরিবেশে সম্প্রীতর বার্তা দিলেন অনির্বান ও সঞ্চিতা। বাংলাদের মেয়ে এদেশের নববধূকে দেখতে ভিড় করেন এলাকার মানুষ।
দোলের দিনে ডিজে সাউন্ড কেনার জন্য বাবার কাছে টাকার বায়না করেছিল তিন কিশোর।টাকা না দিয়ে বকাঝকা করায় রাগে তিন কিশোর বাড়ি থেকে পালিয়ে যায়। নিখোঁজ তিন কিশোরকে রবিবার কেশিয়াড়ির এক আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার করলো পুলিশ। পটাশপুরে পুষা গ্রামের বারো ও চোদ্দ বছরের তিন কিশোর শুক্রবার দোলের দিনে আনন্দ করতে ডিজে কিনতে টাকার বায়না করেছিল অভিভাবকদের কাছে। টাকা না দেওয়ায় তিন কিশোর পরিকল্পনা করে শুক্রবার দুপুর থেকে কনকপুর বাসস্টপ থেকে বাসে করে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। শুক্রবার দুপুর থেকে সারারাত পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিল। পকেটে পয়সা শেষ হয়ে যাওয়ার পেটের খিদের জ্বালায় শনিবার দুপুরে কেশিয়াড়িতে এক কিশোর তার আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠে। আত্মীয়দের মারফত খবর পেয়ে রবিবার সকালে পুলিশ নিখোঁজ তিন কিশোরকে উদ্ধার করে।
Comments
Post a Comment