পটাশপুরে ফের তিনটি বেআইনি মদের দোকান ভাঙলো মহিলারা

পটাশপুর- রামনবমীর দিনে তিনটি বেআইনি মদের দোকান ভেঙে গুঁড়িয়ে দিলো মহিলারা। তারাট বাজারে বেশ কয়েকমাস ধরে বেআইনিভাবে একাধিক মদের ঠেক চলছিল। বাসন্তী পুজো ও মেলা উপলক্ষে সেই বেআইনি মদের দোকানের সাংখ্যা বেড়েছে। বেআইনি মদের দোকান গুলিতে মেলা আসা যুবক সহ এলাকার মদ্যপরা ভিড় জমাচ্ছে। একাধিকবার গ্রাম পঞ্চায়েত থেকে পুলিশ জানিয়েছে কোন কাজ হচ্ছিলনা বলে দাবি। রবিবার বিকেলে এলাকার মহিলারা দলবেঁধে বেআইনি তিনটি মদের দোকানে হামলা করে। মহিলাদের ভয়ে মদের আসর ছেড়ে পালিয়ে যায় মদ্যপ থেকে দোকান মালিক। বেআইনি মদের দোকান থেকে মদের জ্যারিকেন ও বোতলে মদ রাস্তায় ঢেলে নষ্ট করেন ক্ষুব্ধ মহিলারা। পুলিশ গিয়ে এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণ করেন।

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।