কৃষকের ফসল বাঁচাতে যাওয়ায় পুলিশের উপর হামলা। আহত পাঁচজন পুলিশ কর্মী।
এগরা- কৃষকের ফসল বাঁচাতে যাওয়ায় পুলিশের উপর লাঠি সোটা ও ইট নিয়ে হামলা চালানোর অভিযোগে উঠলো গ্রামবাসীর বিরুদ্ধে। হামলায় পাঁচজন পুলিশ কর্মী আহত হয়েছে। ঘটনাস্থে বিশাল পুলিশ বাহিনী গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করেছে। ইটের আঘাতে মাথা ফেটে যাওয়া এক কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে গ্রামবাসীদের বিরুদ্ধে মামলা করেছে।
এগরার রাজেন্দ্র চকে জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে বয়কট রাখার অভিযোগ উঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। সেই ঘটনায় এগরা থানা সহ জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন আক্রান্ত ওই কৃষক পরিবার। সামাজিক বয়কের জেরে তাদের পাকা বরোধান কাটতে দেওয়া হচ্ছিলনা। রবিবার এগরার থানার দুই অফিসারের নেতৃত্বে পুলিশ কর্মীরা দুপুরে রাজেন্দ্র চকের উদ্দেশে রওনা দিয়েছিলেন। অভিযোগের তদন্ত সহ ধান কাটতে কৃষক পরিবারকে নিরাপত্তা দেওয়াই ছিল পুলিশের উদ্দেশ। দুপুর সাড়ে বারোটা নাগাদ পুলিশ বালিঘাই হয়ে বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত অফিসের অদূরে নদীবাঁধে দাঁড়িয়ে ছিল। সেখান থেকে রাজেন্দ্রচক গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় রাজেন্দ্রচক এলাকা থেকে শতাধিক মহিলা লাঠি সোটা নিয়ে পুলিশ কর্মীদের ঘিরে ধরে। মহিলাদের ঢাল করে পিছনে লাঠি সোটা ও ইট নিয়ে দাঁড়িয়ে ছিল কমবয়সী তরুণ ও যুবকেরা। কেন পুলিশ ওই ব্যক্তিকে সাহায্য করতে আসবে এই অভিযোগ তুলে পুলিশের সঙ্গে ধাক্কা ধাক্কি শুরু করে মহিলারা। সেই সময় পেছন থাকা লোকজন পুলিশকে লাঠি সোটা নিয়ে আক্রমণ করে। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট পাথর। আক্রমনে দুই অফিসার সহ পাঁচজন পুলিশ কর্মী আহত হয়। খবর পেয়ে এগরার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করেছে। ইটের আঘাতে এক কনেস্টবলের মাথা ফেটে যায়। আহত ওই কনস্টেবলকে এগরা সুপার স্পেসালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকি চারজন পুলিশ কর্মীকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় এগরা থানার পুলিশ রাজেন্দ্রচক এলাকায় হামলাকারীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। যদিও ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
এগরা মহকুমা পুলিশ আধিকারিক দেবীদয়াল কুন্ডু বলেন ' এক ব্যক্তিকে পাকা ফসল কাটতে বাধা দেওয়া হয়। সেই অভিযোগের তদন্ত করতে যাওয়ায় গ্রামবাসী কিছু লোকজন পুলিশের উপর হামলা চালিয়েছে। ঘটনায় কয়েক জন আহত হয়েছে। স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে'।
Comments
Post a Comment