বৈশাখী গাজনে বিষধর সাপ ও অজগরের শোভাযাত্রা
শিব মন্দিরে গাজন উৎসব উপলক্ষে বিষধর সাপ নিয়ে বর্নাঢ্য শোভাযাত্রা হল। প্রাচীন পালপাড়া শিব মন্দির গাজন সীতা নবমী থেকে থেকে শুরু হয়েছে। এই উৎসব চলবে নদিন ধরে। সোমবার গাজন সন্ন্যাসী সহ ভক্তরা দীঘা জগন্নাথ ঘাট থেকে জল তুলে মন্দিরে আসেন। এই শোভাযাত্রায় কয়েকজন বহুরূপী বিষধর সাপ ও অজগর নিয়ে হাঁটতে দেখা যায়।
Comments
Post a Comment