বৈশাখী গাজনে বিষধর সাপ ও অজগরের শোভাযাত্রা

শিব মন্দিরে গাজন উৎসব উপলক্ষে বিষধর সাপ নিয়ে বর্নাঢ্য শোভাযাত্রা হল। প্রাচীন পালপাড়া শিব মন্দির গাজন সীতা নবমী থেকে থেকে শুরু হয়েছে। এই উৎসব চলবে নদিন ধরে। সোমবার গাজন সন্ন্যাসী সহ ভক্তরা দীঘা জগন্নাথ ঘাট থেকে জল তুলে মন্দিরে আসেন। এই শোভাযাত্রায় কয়েকজন বহুরূপী বিষধর সাপ ও অজগর নিয়ে হাঁটতে দেখা যায়। 

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।