দীঘার ধাম বিতর্কে আইনি জটিলতা পথে? পুরীর মন্দির ও সরকার


পুরী : দিঘার জগন্নাথ মন্দিরকে 'ধাম' বলায় সেই নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই সেই বিতর্ক নিয়ে দুই পড়শি রাজ্যের মধ্যে নানা বিষয়ে বিতর্ক দানা বাঁধে। দয়িতাপতির মন্দির উদ্বোধনে আসা, বিগ্রহে কোন কাঠের ব্যবহার...সব কিছু নিয়েই পুরীতে শুরু হয় অশান্তি। সেবায়েতদের এক দল প্রশ্ন তোলেন কোন যুক্তিতে এই মন্দিরকে ধাম বলা হবে। এই প্রেক্ষিতেই এবার বড় পদক্ষেপ করল ওড়িশা সরকার। এবার ওড়িশা সরকার পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন শব্দ এবং শব্দবন্ধর উপর স্বত্ব আরোপ করতে চলেছে তারা। এর ফলে এই নির্দিষ্ট শব্দ ও শব্দ বন্ধের উপর শুধুমাত্র পুরীর জগন্নাথ মন্দিরেরই অধিকার থাকবে। দিঘা-ধাম বিতর্কের পরই এই ট্রেডমার্ক দেওয়ার ভাবনা সরকারের। পশ্চিমবঙ্গ সরকার দিঘার মন্দিরটিকে "জগন্নাথ ধাম" হিসেবে উল্লেখ করেছে। তা নিয়েই আপত্তি শুরু হয়েছে পুরীতে। সেবায়েত ও পণ্ডিতদের বড় একটা অংশ মনে করে, ঐতিহাসিক ও শাস্ত্রীয়ভাবে ১২০০ বছরেরও পুরনো পুরীর মন্দিরই একমাত্র এই জগন্নাথ ধাম শব্দটি ব্যবহার করতে পারে। এনডিটিভির ওয়েবসাইটে প্রকাশ, শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির (SJTMC) কর্মকর্তা অরবিন্দ পাধী জানিয়েছেন, তাঁরা শীঘ্রই মহাপ্রসাদ , শ্রীমন্দির, শ্রী জগন্নাথ ধাম, শ্রীক্ষেত্র এবং পুরুষোত্তম ধামের মতো শব্দে  পেটেন্টের জন্য আবেদন করবেন। তাঁর ধারণা এর ফলে এই সব 'আধ্যাত্মিক পরিচয়ের অপব্যবহার এবং এর পবিত্র পরিভাষার অননুমোদিত ব্যবহার '  আটকানো যাবে।

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।