প্রেমিকার জামাইবাবুর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি প্রেমিকের
ভগবানপুর- বছর দুয়েক আগে প্রেমে প্রত্যাখানের পরেই ওই যুবক এলাকায় বেপরোয়া হয়ে উঠেছিল। পশ্চিম বাড় এলাকায় প্রেমিকার জামাইবাবু শালিকাকে বছর দুয়েক আগে অন্যত্র বিয়ে দিয়ে দেন। সেই রাগে জামাইবাবুকে মারধরের হুমকি দিতেন ওই যুবক। ভয়ে ওই জামাইবাবু ভিনরাজ্যে কাজ করতে পালিয়ে গিয়েছিলেন। কয়েকদিন হল পশ্চিমবাড় গ্রামের বাড়িতে ফিরেছেন। সোমবার রাত সাড়ে নটা নাগাদ ওই প্রেমিক যুবক গ্রামের বাসিন্দা আচমকাই জামাইবাবু বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠে। রাতে বোমাবাজির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্ত যুবক জামাইবাবুকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দিতে থাকে। যুবকের অস্বাভাবিক আচরণে এলাকার মানুষ ধারেকাছে যেতে ভয় পায়। ঘটনায় ভগবানপুর থানায় খবর দিয়েছেন স্থানীয়রা।
Comments
Post a Comment