মিথ্যা চুরির অপবাদে শাস্তি দেওয়ায় অভিমানে আত্মহত্যা কিশোরের।
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া কেশাপাট গ্রাম পঞ্চায়েতের গোঁসাইবেড় এলাকায় গত ১৮ মে রবিবার সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাস টিউশনি থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে একটি দোকানের সামনে পড়ে থাকা দুটি কুরকুড়ির প্যাকেট পড়ে থাকতে দেখে। রাস্তার পাশে কুড়িকুড়ির প্যাকেট পড়ে থাকতে দেখে কুড়িয়ে নেয়। তখন দোকান মালিক এক সিভিক ভলান্টিয়ার কিশোরকে চুরির অপবাদ দিয়ে প্রাকাশ্যে বকাঝকা ও শাস্তি দেওয়ার অভিযোগ উঠে। জানতে পেরে কিশোরের মা সেখানে এসে চুরির অভিযোগ শুনে প্রকাশ্যে তাকে মারধর করে। কিশোর চুরির অভিযোগ অস্বীকার করলেও তার কথায় কোন গুরুত্ব দেয়নি কেউই। রাতে বাড়ি ফিরে কিশোর নিজের খাতায় লিখে 'মা আমি বলেযাচ্ছিয়ে আমি কুড়কুড়াটি রাস্তার ধারে গুড়িয়ে পেয়েছিলাম চুরি করিনি'। রাতে বাড়িতে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় হাসপাতালে দুদিন চিকিৎসাধীন থাকালীন পরে কিশোরের মৃত্যু হয়। শোকের ছায়া গোটা সমাজে।
Comments
Post a Comment