স্বেচ্ছাশ্রমে রাস্তায় বাঁধলেন অসহায় গ্রামবাসীরা
ভগবানপুর-১ ব্লকের নুনহন্ড গ্রামের দেড়শো মিটার মাটির রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বৃষ্টিতে রাস্তার উপর হাটুজল দাঁড়িয়ে যায়। জলকাদায় পেরিয়ে সাধারণ মানুষকে চলাচল করতে হয়। বছর খানেক আগে ব্লক প্রশাসনের তরফে সেই রাস্তা ঢালাই করার প্রতিশ্রুতি দেওয়া হয়। বছর ঘুরলেও সেই রাস্তায় মাটি পর্যন্ত পড়েনি বলে দাবী। বাধ্য হয়ে শনিবার গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমে রাস্তা কাদামাটি ফেলে উঁচু করছেন। বিডিও বিকাশ নস্কর বলেন ' পথশ্রী প্রকল্পে এই রাস্তা দেওয়া আছে। টাকা বরাদ্দ হলে রাস্তা তৈরীর কাজ করা হবে'।
Comments
Post a Comment