পটাশপুরে পরপর মন্দিরে চুরিতে চাঞ্চল্য ছড়ালো

মন্দিরের তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না ও নগদ অর্থ চুরি, এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের কানপুর গ্রামে। গ্রামের প্রায় ১৫ বছরের পুরোনো শ্যামা,  মনসা ও বাসন্তী মন্দিরে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের মায়ের গয়না ও টাকা চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল মধ্য রাতে মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স থেকে নগদ টাকা ও গয়না চুরি করেছে দুষ্কৃতীরা। আজ সকালে মন্দিরের সেবিকা মন্দিরে কাজ করতে এসে দেখেন মন্দিরের পেছনের দরজা ভেঙে এই অপকর্ম করেছে দুষ্কৃতীরা। স্থানীয়রা পটাশপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।