কেলেঘাইনদীতে যাত্রীবাহী নৌকায় বর্জ্রপাতে মৃত্যু হল এক যুবকের, আহত চারজন যাত্রী।

 নৌকাতে বাজ পড়ে মৃত এক আহত দুই 
 নিজস্ব সংবাদদাতা,  চন্ডীপুর- ৮ই  জুন বিকেল ৪টে নাগাদ গুড়গ্রাম টেংরাখালী থেকে সাওরাবেড়া জলপাই খেয়া পারাপারের সময় মাঝ নদীতে হঠাৎ বজ্রপাত ঘটে। সূত্র মারফত জানা গেছে ভগবানপুর থানার গুড়গ্রামের জনৈক ২১ বছর বয়সী যুবক অলোক মান্না পিতা সুজন মান্না। বাড়িতে একমাস ছুটি কাটানোর পর কার্যক্ষেত্র মুম্বাইতে ফেরার উদ্দেশ্যে ট্যাংরাখালীর খেয়া পার হওয়ার জন্য নৌকাতে ওঠে। টেংরাখালী থেকে ১০ জন যাত্রী নিয়ে নৌকোটি যখন মাঝ নদীতে পৌঁছে যায় সহসা নৌকার উপর বজ্রপাত ঘটে অলোক সহ আরো দুজন যাত্রী নদীর জলে ছিটকে পড়ে। অলোক নদীর জলে ভাসতে থাকে। অপর দুজন যাত্রী তলিয়ে যায়। খবর পেয়ে চৌখালী বিড হাউসের ভারপ্রাপ্ত আধিকারিক সহ রেসকিউ টিম নদীর ঘাটে পৌঁছায় এবং অলক সহ বাকি দুজনকে উদ্ধার করে। অলোক-কে চন্ডীপুর ব্লকের এড়াশাল রুরাল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের ডাক্তার পরীক্ষা করে অলোককে মৃত বলে ঘোষণা করেন। অপর দুইজন আহত কে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই অনভিপ্রেত ঘটনায় এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।