জঙ্গলের নির্বাসন থেকে মুক্তি পেল অসুস্থ নিশিকান্ত
পটাশপুর- হাঁটা চলায় অক্ষম অসুস্থ বনবাসী নিশিকান্তের অবশেষে চিকিৎসার জন্য ঠাঁই হলো স্বাস্থ্য কেন্দ্রে । সুস্থ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য কেন্দ্র একটি নির্দিষ্ট ওয়ার্ডে তিনি থাকবেন। ব্লক প্রশাসনের তদারকিতে এই স্বাস্থ্য পরিষেবার দেখভাল করা হচ্ছে। খুশি বৃদ্ধা মা সহ গ্রামবাসীরা।
পটাশপুরে নরিয়া গ্রামের বাসিন্দা বছর পঞ্চান্নের নিশিকান্ত কর মাস ছয়েক আগে অন্যের বাড়িতে কাজ করে দুপুরে খেয়ে বাড়ি ফিরছিলেন। মাঝ পথে গাছের তলায় বসে বিশ্রাম নেওয়ার সময় ঘটে বিপত্তি। গাছের ডাল পড়ে তার একটি পা ভেঙে যায়। শল্যচিকিত্সার পরে সেই পায়ে লোহার রড ঢোকানো রয়েছে। পা সেরে না ওঠায় হাটা চলা করতে পারেননা। বাড়ির বিছানার খাওয়া দাওয়া থেকে মলমূত্র ত্যাগ করায় দুর্গন্ধ ছড়াতো। বৃদ্ধা সৎ মা কমলার অশক্ত শরীরে এতবড়ো ছেলেকে সেবা শ্রূষার করার
Comments
Post a Comment