ওড়িশাতে বাংলাদেশী সন্দেহে ভগবানপুরের চারজনকে পুলিশ আটক করলো।
ভগবানপুর- বাংলাদেশী সন্দেহে ওড়িশাতে ভগবানপুরে চার ব্যক্তিকে আটক করলো পুলিশ। গত পাঁচদিন ধরে ওড়িশা পুলিশ তাদের আটকে রেখেছে বলে দাবী পরিবারে। আটক যুবকদের উদ্ধারের জন্য জেলা পুলিশ সুপার ও বিডিওর কাছে পরিবার গুলির তরফে অভিযোগ করা হল। জেলায় এই ধরনের একাধিক অভিযোগ গুলির তদন্ত হচ্ছে বলে দাবী পুলিশ সুপারের।
ভগবানপুরে কোটবাড় এলাকায় চার জন মাস দেড়েক আগে ওড়িশায় স্টিলের বাসনপত্র চুল ও টাকার বিনিময়ে ফেরির কাজ করতে গিয়েছিলেন। গত দশবছরের বেশি সময় ধরে তারা কটকে নিশচিন্তকুলি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। গত ২৪ জুন মঙ্গলবার রাত সাড়ে ন'টা নাগাদ ওড়িশা পুলিশ ওই বাড়ি থেকে পাঁচজনকে আটক করে। তাদের মধ্যে একজনকে ছেড়ে দেয়। বাকি চারজনকে নিশচিন্তকুলি থানার পুলিশ আটকে রাখে। আটক চারজনে মধ্যে বাবা সহ দুই ছেলে রয়েছে। পরিবারের লোকজন গত ২৫ জুন ওড়িশা নিশচিন্তকুলি থানায় গেলেও তাদের ছাড়েনি বলে দাবী। পরিবারের সদস্যদের বাংলাদেশী সন্দেহে আটক করা হয়েছে বলে গত ২৬ জুন বৃহস্পতিবার ভগবানপুর-১ বিডিও সহ জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছে। গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
অভিযোগকারী এক আত্মীয় কালু মহম্মদ বলেন 'বাংলাদেশী সন্দেহে পিশেমশাই সহ ভাইদের আটক করেছে ওড়িশা পুলিশ। আধারকার্ড ও জমির দলিল দেখালেও তাদের ছাড়া হচ্ছে না। ভাইদের উদ্ধারে বাধ্য হয়ে জেলা পুলিশ ও বিডিওর কাছে অভিযোগ করেছি'।
জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন 'জেলা প্রশাসনের কাছ থেকে এই ধরনের একাধিক অভিযোগ আমাদের কাছে এসেছে। সমস্ত অভিযোগ গুলি তদন্ত করে দেখা হচ্ছে'।
Comments
Post a Comment