পরচুলা কান্ডে অপহৃত ব্যবসায়ী
ভগবানপুর- পরচুলা কান্ডে ব্যাবসয়ীকে অপহরণের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করলো। গত ১১ জুন একতারপুরের পরচুলা ব্যবসায়ী পূর্নদেব ভুঁইয়াকে অপহরণের অভিযোগ উঠে তিন জনের বিরুদ্ধে। সেই ঘটনায় শুক্রবার রাতে ঝাঁঝরা থেকে অভিযুক্ত সুশান্ত প্রধানকে পুলিশ গ্রেফতার করে। সুশান্তকে জিজ্ঞাসাবাদ করে সেই তার ভাগ্না শিবু কর সহ তার বন্ধু প্রদীপ জানাকে গ্রেফতার করেছে। ব্যবসায়ী শত্রুতার জেরে এই অপহরণের ঘটনা বলে পুলিশের দাবি। শনিবার ধৃত তিনজনকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
Comments
Post a Comment