৫৪ টি মোবাইল উদ্ধার করলো পুলিশ।
- Get link
- X
- Other Apps
হারিয়ে যাওয়া চুয়ান্নটি মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশ। গত কয়েকমাসে এগরা মহকুমা ভগবানপুরে উনত্রিশটি ও পটাশপুরে আঠারোটি এবং এগরা থানায় সাতটি মোট চুয়ান্নটি মোবাইল ফোন উদ্ধার হয়। জেলা পুলিশের উদ্যোগে 'আন্তরিক' কর্মসূচির মাধ্যমে শনিবার এগরা মহকুমা পুলিশ সাংবাদিক বৈঠক করে উদ্ধার মোবাইল ফোন গুলিকে তাদের মালিকদের হাতে ফিরিয়ে দেয়। পুজোর আগে মোবাইল ফোন গুলি ফেরত পেয়ে খুলি মালিকেরা। উপস্থিত ছিলেন এগরা মহকুমা পুলিশ আধিকারিক দেবীদয়াল কুন্ডু ও তিনটি থানার ওসি সহ চক্র পুলিশ আধিকারিক।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment