অবৈধ নির্মাণ ভাঙলো প্রশাস
অবৈধ দোকানঘর ভাঙা হল। এগরার তাজপুর এলাকায় রাজ্য সড়কের পাশে পূর্তদফতরের জায়গায় বেআইনিভাবে একাধিক দোকানঘর তৈরীর অভিযোগ উঠে। রাস্তার পাশের জমির এক মালিক অবৈধ দখলদারীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন। আদালতের নির্দেশে পুলিশি নিরাপত্তায় পূর্তদফতর বৃহস্পতিবার সাতটি দোকান পেলোডার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল।
Comments
Post a Comment