ছাত্রীকে কটূক্তিতে যুবককে গনপিটুনি
- Get link
- X
- Other Apps
নিজস্ব সংবাদদাতা- টিউশনি থেকে ফেরার পথে স্কুল ছাত্রী নাবালিকাকে কটূক্তি ও শ্লীলতাহানির ঘটনায় উত্তেজনা তৈরী হল। পেশায় রাজমিস্ত্রি অভিযুক্ত যুবককে ধরে গনপিটুনি দিল ক্ষিপ্ত জনতা। পুলিশ আহত যুবককে উদ্ধার করেছে। যদিও ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি বলে পুলিশের দাবী।
জেলার একটি প্রত্যন্ত এলাকার শনিবার সকালে টিউশনি থেকে বছর পেনেরো এক স্কুল ছাত্রী বাড়ি ফিরছিলেন। সেই পথ ধরে সাইকেলে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে যাচ্ছিল বছর চল্লিশের এক যুবক। অভিযোগ নাবালিকাকে রাস্তায় একা পেয়ে তাকে কটূক্তি করে। নাবালিকার ওড়না ধরে টান মারে। এই ঘটনায় ভীত ওই নাবালিকা সাহায্যের জন্য চিৎকার করে। নাবালিকার চিৎকারে আশপাশের গ্রামের মানুষজন বেরিয়ে আসে। বেগতিক বুঝে অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসীরা তাকে ধরে ফেলেন। নাবালিকাকে কটূক্তি ও শ্লীলতা হানির অভিযোগে গ্রামবাসীর কাছে হাত জড়ো করে ক্ষমাপ্রার্থনা করতে দেখা যায় অভিযুক্তকে। ততক্ষণে গ্রামের প্রচুর মানুষ এলাকায় ভিড় জমায়। অভিযুক্তকে গ্রামের একটি স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়া পথে ক্ষিপ্ত মানুষজন তাকে চড় থাপ্পড় মারতে থাকেন। স্কুলের মাঠে নিয়ে গিয়ে অভিযুক্তকে মাটিতে ফেলে চলে গনপিটুনি। বাঁশ লাঠি নিয়ে মারধরের অভিযোগ উঠে। ঘটনাস্থলে পুলিশ এসে আক্রান্ত যুবককে উদ্ধার করেছে। আহত যুবককে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে। যদিও ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি বলে পুলিশের দাবী। প্রসঙ্গত, দু'সপ্তহ আগে স্কুলে ঢুকে ছবি তোলার অপরাধে ছেলেধরা সন্দেহে গাজিয়াবাদের দুই তরুণী সহ পাঁচজনকে গনপিটুনির ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরী হয়। গনপিটুনির হাত থেকে উদ্ধার করতে গেলে পুলিশকে যথেষ্ট বেগপেতে হয়। শনিবারের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ গনপিটুনির ঘটনা অস্বীকার করে পুলিশ। শুধুমাত্র কয়েকজন মারধর করেছিল কোন গনপিটুনির কোন ঘটনা ঘটেনি বলে দাবী পুলিশের।
মহকুমা পুলিশ আধিকারিক বলেন ' রাস্তায় এক ছাত্রীকে কটূক্তি করায় এক যুবককে কয়েকজন মারধর করেছে। কোন গনপিটুনির ঘটনা ঘটেনি। যুবককে উদ্ধার করা হয়েছে'।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment